আজ মেছেদাতে "মেছেদা সায়েন্স সোসাইটি"র পক্ষ থেকে বিজ্ঞান সংগঠন "ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সহযোগিতায় মহাকাশ নিয়ে স্লাইড শো ও টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন তমাল জানা, IIT Kharagpur ও সুমন্ত সী, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক।

 


















Comments

Popular posts from this blog

#মেছেদা_সায়েন্স_সোসাইটি

মেছেদা সায়েন্স সোসাইটির উদ্যোগে চালু হল কোভিড হেল্পলাইন। সচেতন হোন, অন্যকে সচেতন করুন,করোনাকে প্রতিরোধ করতে বিজ্ঞান আপনার সাথী হোক। যে কোনো সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

মেছেদা সায়েন্স সোসাইটির পক্ষ থেকে আজ (02.08.2021) মেছেদাতে মহান মানবতাবাদী বিজ্ঞানী আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬১তম জন্মদিবস পালন করা হয়। মেছেদা সায়েন্স সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিল অনিমেষ পন্ডিত, রীতম দিন্ডা ও আরও কয়েকজন।