আজ ৯ই আগষ্ট, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে তমলুক শহরে পালিত হল India March For Science 2021। এই কর্মসূচিতে উপস্থিত ছিল পাঁশকুড়া, মেছেদা, হলদিয়া, মহিষাদল, ময়না, নিমতৌড়ি, নন্দকুমার ও তমলুকের বিজ্ঞান ক্লাবের সদস্যবিন্দ।
আজ ৩০.০৫.২০২১ মেছেদা শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর এলাকায় মেছেদা সায়েন্স সোসাইটির পক্ষ থেকে পথচারী মানুষদের করোনা সচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
Comments
Post a Comment